মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৭:০২

তুরস্ক হচ্ছে গরিব মানুষের দুর্গ: এরদোগান

তুরস্ক হচ্ছে গরিব মানুষের দুর্গ: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক গরিব মানুষের দুর্গ হিসেবেই থাকবে।

ইস্তানবুলে তুর্কি যুব ফাউন্ডেশনের বৈঠকে শনিবার তিনি বলেন, যখন ধনী দেশগুলো শরণার্থীদের মহামারী হিসেবে আখ্যায়িত করছে, তখন কয়েক লাখ শরণার্থীকে আমাদের খাবারের ভাগ দিয়েছি।

এরদোগান বলেন, তুরস্ক সবসময় নিপীড়িত ও নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে। আমরা সর্বদা ন্যায়ের পথ বেছে নিয়েছি।

প্রায় ৩৫ কোটি সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক, যা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে শরণার্থীদের সাহায্য ও আশ্রয় দিতে ৩৫ মিলিয়ন ডলার অর্থ করেছে দেশটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে