বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ০২:১৬:৫৮

যে কারণে বিয়ে করতে পারছেন না দুই যমজ বোন!

যে কারণে বিয়ে করতে পারছেন না দুই যমজ বোন!

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পার্থের অধিবাসী দুই যমজ বোন অ্যানা ডেসিঙ্ক এবং লুসি ডেসিঙ্ক। ২০১২ সাল থেকে এই দুই বোন বেন বায়ার্নের একই সঙ্গে প্রেম করছেন। ছয় বছর প্রেম করার এখন তারা বেনকে বিয়ে করতে চান। তবে এই দুই বোনের ইচ্ছায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে দেশটির আইন। কারণ ১৯৬১ সালের বিবাহ আইন অনুসারে বহুবিবাহের অনুমোদন নেই অস্ট্রেলিয়ায়।

৩৩ বছর বয়সী অ্যানা ডেসিঙ্ক এবং লুসি ডেসিঙ্ককে বিশ্বের সবচেয়ে ‘অভিন্ন যমজ’ হিসেবে ধরা হয়। অস্ট্রেলিয়ান টিভি শো-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে অ্যানা এবং লুসি ডেসিঙ্ক বলেন, ‘আমাদের একজন পার্টনার আছে, বেন। আমরা একদিন তাকে বিয়ে করতে চাই। কিন্তু অস্ট্রেলিয়ার আইন বলছে, আমরা সেটা করতে পারবো না। এখন আমরা কী করবো?’

দুই বোনের সেই এপিসোডটি এখনো টিভিতে অনএয়ার হয়নি। তবে ইনস্টাগ্রামের তাদের কথোপকথনের কিছু ক্লিপ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সেই দুই বোনের বেন একজন ইলেকট্রিক মিস্ত্রী। সে এ দুই বোনের সঙ্গেই থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে