আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রগুদামে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়ার সামরিক বাহিনী। এর পরেই ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সিরিয়া থেকে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন অস্ত্রগুদামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ হামলায় তিন সেনা আহত হয়েছেন। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়া।
ইসরায়েল অবশ্য হামলার বিষয়টি স্বীকার করেনি। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, একটি সিরীয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হামলা চালালে তা ধ্বংস করার জন্য তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সচল করা হয়েছিল। এতে কোনো ক্ষতি হয়নি।