বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪:২০

বিভেদ ভুলে একসঙ্গে দুই ব্রিটিশ রাজবধূ কেট ও মেগান

বিভেদ ভুলে একসঙ্গে দুই ব্রিটিশ রাজবধূ কেট ও মেগান

আন্তর্জাতিক ডেস্ক: বিভেদ দূরে ঠেলে বড়দিন একসঙ্গে উদযাপন করেছেন দুই ব্রিটিশ রাজবধূ কেট ও মেগান। স্যান্ড্রিংহামে চার্চে একসঙ্গে দেখা গেছে তাদের। কেট (৩৬) ও মেগান (৩৭) কে স্বাগত জানাতে সেন্ট মেরি ম্যাগডালেন চার্চ প্রাঙ্গণে সাধারণ মানুষ ভিড় করেছিল। তারা হাত নেড়ে হাসি মুখে সবাইকে অভিবাদন জানান।

এ বছর ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক হলিউড তারকা মেগান মের্কেল। তার সঙ্গে বড় রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেটের সম্পর্ক ভালো নয় বলে সম্প্রতি গুঞ্জন ছড়ায়। তার বড়দিন একসঙ্গে পালন করবেন না বলেও গুঞ্জন রটেছিল।

সেটিকে তারা মিথ্যা প্রমাণিত করলেও ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, রানীর নির্দেশেই একসঙ্গে বড়দিন উদযাপনে বাধ্য হয়েছেন তারা।  রাণী এলিজাবেথ বলে দিয়েছেন, কেট-মেগানের মধ্যে যতই দূরত্ব তৈরি হোক তা যেন জনসম্মুখে না দেখানো হয়।সূত্র: ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে