শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ০৮:২৪:২৫

অ্যাকাউন্ট খুললেই নাকি ঢুকবে লাখো টাকা, এমন খবরে হাজারো মানুষের ভিড়!

অ্যাকাউন্ট খুললেই নাকি ঢুকবে লাখো টাকা, এমন খবরে হাজারো মানুষের ভিড়!

আন্তর্জাতিক ডেস্ক: ডাকঘরে জ়িরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুললেই নাকি ঢুকবে লাখো টাকা! এমন খবরের ভিত্তিতে ভোরের আলো না ফুটতেই ডাকঘরের সামনে ভিড় হয়েছে হাজারো মানুষের। এমন ঘটনা ভারতের কোচবিহারের।

দেশটিতে গত বুধবার ও বৃহস্পতিবার এমন খবরে বিভিন্ন গ্রাম থেকে কোচবিহারে এসেছেন হাজারো মানুষ। জ়িরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে দাঁড়িয়ে ছিলেন লম্বা লাইনে।

লাইনে দাঁড়িয়ে থাকা যোগমায়া বর্মণ বলেন, জ়িরো বই করতে এসেছি। শুনেছি মোদী সরকার টাকা দেবে। কত দেবে তা অবশ্য জানি না।
আরেকজন পার্বতী বিশ্বাস বলেন, লোকমুখে শুনতে পারলাম মোদীজি নাকি বলেছেন এই ডাকঘরে জ়িরো ব্যালান্সে বই করতে বলেছেন। অনেক সুযোগ সুবিধে পাওয়া যাবে।

তবে দেশটির ডাক বিভাগ সূত্রের দাবি, এ রকম কোনও নির্দেশ তাদের কাছে আসেনি। এটা ভিত্তিহীন খবর।

কোচবিহারের ডাক বিভাগের এক আধিকারিক রূপক সিংহ বলেন, এ রকম কিছু জানা নেই। তাবে তাতে অ্যাকাউন্ট খোলার হিড়িক কমছে না। ডাক বিভাগ জানায়, বুধ ও বৃহস্পতিবার দু’দিনে কোচবিহারের মুখ্য ডাকঘরে দেড় শতাধিক অ্যাকাউন্ট খোলা হয়।

তবে এমন পরিস্থিতিতে দেশটির কংগ্রেস ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করছে। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে