শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:২৮:২৯

১৭ বছরের রেকর্ড ভেঙ্গে হিলারিকে হারালেন মিশেল ওবামা

১৭ বছরের রেকর্ড ভেঙ্গে হিলারিকে হারালেন মিশেল ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: ভাঙল ১৭ বছরের রেকর্ড। জনপ্রিয়তার হিসাবে সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনকে হারালেন মিশেল ওবামা। ২০১৮ সালের যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি পরাজিত করেছেন ২২ বার এই তালিকায় শীর্ষস্থানে থাকা হিলারি ক্লিনটনকে। সদ্য প্রকাশিত সমীক্ষায় এমনই জানিয়েছে ‘গলআপ’ নামের একটি সংস্থা।

গলআপ’র তরফে জানান হয়েছে, মোট ভোটারের ১৫ শতাংশ অন্যান্যদের তুলনায় মিশেল ওবামাকেই বেশি পছন্দ করেছেন। তাদের মতে, চলতি বছর সবচেয়ে বেশি প্রশংসাযোগ্য কাজ করেছেন ওবামা পত্নী। ৫ শতাংশ ভোট পেয়ে এরপরই রয়েছেন টেলিভিশনের প্রখ্যাত সঞ্চালক অপরা উইনফ্রে। চার শতাংশ ভোট পেয়ে তালিকায় যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছেন হিলারি ক্লিনটন ও ফার্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই রিপোর্টের ভিত্তিতেই স্পষ্ট যে, স্বামী ক্ষমতা হারালেও মার্কিন মুলুকে অনুরাগীর সংখ্যা বাড়িয়েছেন মিশেল।

সমীক্ষায় দেখা গেছে, এখনও সমানভাবে যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা ধরে রেখেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আবারও এই তালিকায় পুরুষদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন তিনি। মোট ভোটারের ১৯ শতাংশই ওবামার পক্ষে রায় দিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন মোট ভোটের ১৩ শতাংশ৷ তালিকায় যৌথ ভাবে তৃতীয় স্থান দফল করেছেন আরও এক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ ও পোপ ফ্রান্সিস। চলতি মাসের ৩ থেকে ১২ ডিসেম্বর আমেরিকায় চালান হয়েছিল এই সমীক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে