সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫১:৩৭

চাঁদে হাঁটছে ভিনগ্রহের প্রাণী, জল্পনা তুঙ্গে!

চাঁদে হাঁটছে ভিনগ্রহের প্রাণী, জল্পনা তুঙ্গে!

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে হাঁটছে ভিনগ্রহের কোন প্রাণী! ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা এখনও কাটেনি। ওই ছবিতে চাঁদে মানুষের মতো একটি প্রাণীকে হাঁটতে দেখা যাচ্ছে । ইউটিউবে ভিডিওটি ছাড়ার পর তা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে।

ছবিটির ব্যাপারে নাসা এখনও পর্যন্ত কোন সুনির্দিষ্ট তথ্য জানায়নি। ওয়াওফোররিল নামক এক  ব্যাক্তি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন। তিনি নিজে অপর এক ইন্টারনেট ব্যবহারকারীর কাছ থেকে নাসার এই ছবিটি পেয়েছিলেন বলে জানা গেছে ৷

ভিডিওটি দেখে ওয়াওফোররিলের মনে কৌতুহল সৃষ্টি হয় এবং তিনি সেটি ইউটিউবে আপলোড করেন। ভিডিওটিতে মানুষের আকৃতির একটি ছায়ার দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, মানুষ নাকি ছায়া। আর সে কৌতুহল এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইতমধ্যে ইউটিউবে ভিডিওটি ২০ লাখ বার দেখা হয়েছে ৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে