মঙ্গলবার, ০১ জানুয়ারী, ২০১৯, ১০:০৬:৩৫

পরমাণু বোমা ফেলার হুমকি দিয়ে পরে ক্ষমা চাইল মার্কিন সেনা

 পরমাণু বোমা ফেলার হুমকি দিয়ে পরে ক্ষমা চাইল মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের টাইমস স্কয়ার যখন নতুন বছর বরণ করে নিতে আনন্দে আত্মহারা, ঠিক তখনই টুইটে পরমাণু বোমা ফেলার হুমকি দেয় মার্কিন সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কম্যান্ড।

ভিডিওতে দেখানো হয়, ‘বি-২০’ বোমারু বিমান থেকে ফেলা হচ্ছে বিশাল আকারের পরমাণু বোমা। আর তুমুল বিস্ফোরণের শব্দে ও গাঢ় ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারিদিক।

মার্কিন সেনার স্ট্র্যাটেজিক কম্যান্ড টুইটে জানিয়েছে, যদি কখনো প্রয়োজন হয়, টাইমস স্কয়ারের 'নিউ ইয়ার বলে'র চেয়ে ‘অনেক অনেক বড়’ বোমা ফেলার জন্য তারা প্রস্তুত। স্ট্র্যাটেজিক কম্যান্ডই যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র তদারকি ও ব্যবহারের শীর্ষ নেতৃত্ব দেয়।

ওই টুইটের পর রীতিমতো শোরগোল পড়ে যায় মার্কিন মুলুকে। ঢেউ বয়ে যায় নিন্দা আর সমালোচনার। বছর শুরুর দিনেই যুদ্ধের আশঙ্কায় ভীত হয়ে পড়েন শান্তিকামী মানুষ।

পরে অবশ্য টুইট করে ক্ষমা প্রকাশ করেছে মার্কিন সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কম্যান্ড। মুছে ফেলা হয়েছে আগের টুইট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে