বুধবার, ০২ জানুয়ারী, ২০১৯, ১২:৫১:৩৪

ফেলে যাওয়া শিশুকে দুধ পান করিয়ে প্রশংসিত নারী পুলিশ

ফেলে যাওয়া শিশুকে দুধ পান করিয়ে প্রশংসিত নারী পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ফেলে যাওয়া দু’মাস বয়সী এক শিশুকে বুকের দুধ পান করিয়ে প্রশংসিত এক নারী পুলিশ।প্রসংশায় ভাসছেন প্রিয়াংকা নামের ওই নারী কনস্টেবলের স্বামীও। স্ত্রীর মতো তিনিও একজন পুলিশ কনস্টেবল।

সোমবার রাতে ভারতের হায়দরাবাদের আফজালগঞ্জ থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, হায়দরাবাদের আফজালগঞ্জ থানায় ওই শিশুটিকে নিয়ে আসেন ইরফান নামের এক স্থানীয়।

পুলিশের কাছে ইরফান জানায়, ওসমানিয়া জেনারেল হাসপাতালের কাছে পানি খেতে যাবে জানিয়ে শিশুটি তার কাছে রেখে যায় অজ্ঞাত এক নারী।

কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই নারী আর ফিরে আসেননি।এদিকে ক্ষুধার জ্বালায় শিশুটি ক্রমাগত কেঁদেই চলেছিল। কোনো উপায় না পেয়ে রাতেই দ্রুত আফজালগঞ্জ থানায় শিশুটিকে নিয়ে আসেন ইরফান।

ওই সময় আফজালগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল রবিন্দর ফোন করে বেগমপেট থানায় কর্মরত স্ত্রী প্রিয়াংকাকে ফোন করে বিষয়টি জানান।

ফোন পেয়েই স্ত্রী প্রিয়াংকা আর দেরি করেননি। একটি ট্যাক্সি ক্যাবে চড়ে দ্রুত আফজালগঞ্জ থানায় আসেন। শিশুটিকে স্তন্যপান করান তিনি।শিশুটির কান্নাও তাৎক্ষণিকভাবে থেমে যায়।

এ ঘটনায় দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য হায়দরাবাদের পুলিশ কমিশনার আনজানি কুমারসহ ভারতীয় গণমাধ্যমগুলো প্রশংসায় ভাসিয়েছেন প্রিয়াংকা ও তার স্বামীকে।

এ বিষয়ে প্রিয়াংকা বলেন, আমি একজন মা। আমার দুটি ছোট সন্তান রয়েছে। শিশুদের কষ্ট আমি বেশ ভালোই বুঝি। আমার জায়গায় অন্য কোনো নারী থাকলে এই কাজটাই করত।

শেষ খবর পাওয়া পর্যন্ত পেতলাবুর্জে সরকারি প্রসূতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।আফজালগঞ্জ পুলিশ ওই শিশুর মাকেও খুঁজে বের করেছেন।পুলিশ জানিয়েছে, শাবানা বেগম নামের ওই নারী রাস্তায় ফেলানো জিনিসপত্র কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন।

ঘটনার দিন মদ্যপ অবস্থায় তিনি তার সন্তানকে একজন অপরিচিত লোকের কাছে কয়েক মিনিটের জন্য রেখে যান।

কিন্তু পরে তিনি আর সেই জায়গার কথা মনে করতে পারছিলেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে