বুধবার, ০২ জানুয়ারী, ২০১৯, ০১:০৭:২৭

রাতারাতি মাটি কাটতে গিয়ে কোটিপতি হয়ে গেছেন ২ শ্রমিক

রাতারাতি মাটি কাটতে গিয়ে কোটিপতি হয়ে গেছেন ২ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক: মতিলাল ও রঘুবীর। তারা দুজনেই গরীব। কিন্তু হঠাৎ করে তারা কোটিপতি বনে গেছেন।

জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলায় দুই মাস আগে স্থানীয় দুই শ্রমিক মতিলাল ও রঘুবীর মাটি কাটতে বের হন। মাটি কাটার সময়ে তারা একটি হীরা পান।

পরে সেই হীরাটি সংগ্রহ করে নিয়ে ওই জেলার কর্মকর্তার অফিসে নিয়ে যান তারা। তার পরেই সরকারের তরফে নিলামের আয়োজন করা হয়।প্রতি ক্যারেট হীরার দাম ৬ লাখ টাকা। ওই শ্রমিকদের হীরাটি ৪২ ক্যারেটের।

মোট ২ কোটি ৫৫ লাখ টাকায় বিক্রি হয় হীরাটি।এক হিরে ব্যবসায়ী হীরাটি কেনেন। মোট টাকার কিছু অংশ ট্যাক্স হিসাবে দিতে হয় মতিলাল ও রঘুবীরকে।

সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন তারা। যার ফলে রাতারাতি মাটি কাটতে গিয়ে কোটিপতি হয়ে গেছেন মতিলাল ও রঘুবীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে