শুক্রবার, ০৪ জানুয়ারী, ২০১৯, ০৭:১০:১৪

রামমন্দির হলে নিজে গিয়ে ইঁট লাগাবো: ফারুক আবদুল্লা

রামমন্দির হলে নিজে গিয়ে ইঁট লাগাবো: ফারুক আবদুল্লা

আন্তর্জাতিক ডেস্ক: রামমন্দির সংক্রান্ত মামলার শুনানির দিন প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে৷ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা শুক্রবার এক বিস্ফোরক বক্তব্য পেশ করেন এই রামমন্দির নিয়ে৷

ন্যাশনাল কনফারেন্স পার্টির চেয়ারম্যান ফারুক আবদুল্লা জানান, রামমন্দির সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত ছিল, এর জন আদালতে যাওয়া ঠিক হয়নি৷ রাম সকলের, আইন তৈরি করে রামমন্দির নির্মাণ উচিত কাজ নয়৷

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে অযোধ্যার পরিস্থিতি। ভোটের আগেই রাম মন্দির নির্মাণের দাবিতে সরব হয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। গত নভেম্বর মাসে একাধিক সংগঠন অযোধ্যায় গিয়ে রাম মন্দির নির্মাণের দাবিতে সভা করেছে। তালিকায় শিব সেনা, বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন ছিল।

গত অক্টোবর মাসের শেষের দিকে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আগামী জানুয়ারি মাসের ৪ তারিখ অর্থাৎ আজ অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে৷

শুনানি হবে তিন সদস্যের নতুন বেঞ্চে৷ পরবর্তী ক্ষেত্রে ১০ই জানুয়ারি ঠিক হবে ওই বেঞ্চের সদস্য কারা হবেন৷ তারাই ঠিক করবেন পরবর্তী শুনানির দিন৷ শুনানি শুরুর ৬০ সেকেন্ডের মধ্যেই জানিয়ে দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি৷

এদিন রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় একাধিক আবেদন শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কৌল সহ তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়৷ শুনানির মাত্র এক মিনিটের মধ্যেই প্রধান বিচারপতি জানিয়ে দেন ১০ই জানুয়ারি তিন সদস্যের নতুন বেঞ্চে গঠীত হবে। তারাই ঠিক করবে কবে শুনানি হবে এই মামলার৷-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে