শনিবার, ০৫ জানুয়ারী, ২০১৯, ০৯:৫৫:৪৫

গুহায় অজানা লোমশ জন্তু, কিন্তু খোঁচা দিতেই অন্য কাণ্ড

গুহায় অজানা লোমশ জন্তু, কিন্তু খোঁচা দিতেই অন্য কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: কী সেই জন্তু— কৌতূহলী হয়ে তাকে লাঠি দিয়ে খোঁচাতেই এমন এক ঘটনা ঘটল, যার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তাঁরা।

পাহাড়ের পথে ভ্রমণে বেরিয়েছিলেন দুই বন্ধু। এমন সময়ে এক গুহায় দেখতে পান কোনও লোমশ জন্তুর দেহের অংশ। কী সেই জন্তু— কৌতূহলী হয়ে তাকে লাঠি দিয়ে খোঁচাতেই এমন এক ঘটনা ঘটল, যার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তাঁরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনা মেক্সিকোর উত্তর-পশ্চিমের সোনোরা প্রদেশের। দুই তরুণ ভ্রমণে বেরিয়েছেন পাহাড়ি রাস্তায়। একজন গুহায় সেই লোমশ প্রাণীর দেহের অংশটি দেখতে পেয়ে অন্যজনকে জিজ্ঞাসা করেন, এটা কি কোনও ঘুমন্ত জানোয়ার। তাঁরা ভেবেছিলেন, কোনও অজানা জন্তু সেই গুহায় শীতঘুম দিচ্ছে।

এর পরেই সেটিকে একটি লাঠি দিয়ে তাঁরা খোঁচা দেন। দেখা যায়, সেটা কোনও জন্তুই নয়। কয়েক হাজার মাকড়সা এক সঙ্গে অবস্থান করছিল সেখানে। খোঁচা খেয়ে তারা একে একে বেরিয়ে আসতে শুরু করে। যাকে ‘লোম’ বলে ভাবা হয়েছিল, তা আসলে ওই মাকড়সাদের পা।

পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে তা ভাইরাল হয়ে যায়। কীট-বিশেষজ্ঞরা জানান, ওই মাকড়সাগুলি ‘ড্যাডি লংলেগস’ প্রজাতির। তাদের ‘সেলার স্পাইডার’-ও বলা হয়। এই প্রজাতির মাকড়সাদের পা-গুলি বেশ লম্বা। সেই কারণেই সেগুলিকে একত্রে লোমের মতো দেখাচ্ছিল।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে