আন্তর্জাতিক ডেস্ক: কিন্তু মাঝেই বিপত্তি। ব্যাগের থেকে রোগী নিজেই বিষধর বের করতেই ছুটে পালালেন চিকিৎসকরা।
হাসপাতালের জরুরি বিভাগ। সাপে কাটা এক রোগীকে আনা হয়েছে। চটজলদি চিকিৎসা করতে হবে তাঁর। কিন্তু মাঝেই বিপত্তি। ব্যাগের থেকে রোগী নিজেই বিষধর বের করতেই ছুটে পালালেন চিকিৎসকরা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজের। মাঠে কাজ করার সময়ে এক ব্যক্তিকে আচমকা সাপে কামড়ায়। শেষে উপায় না পেয়ে সেই সাপটিকে ব্যাগে পুরে সোজা হাসপাতালে হাজির হন তিনি।
চিকিৎসকেরা সাপ দেখে স্বাভাবিক ভাবেই হতবাক হয়ে যান। ওই ব্যক্তি জানান, তিনি শুনেছিলেন, সাপে কামড়ালে সেই সাপ সম্পর্কে চিকিৎসকদের জানাতে হয়। কিন্তু তিনি সেই সাপটির সম্পর্কে জানতেন না। তাই সাপটিকে ধরে নিয়ে হাসপাতালেই চলে এসেছেন তিনি, যাতে চিকিৎসকদের বুঝতে কোনও সমস্যা না হয়।
জানা যায়, সাপটি হল কেউটে। পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে। ওই যুবক চিকিৎসার পরে আপাতত সুস্থ রয়েছেন। তবে তাঁর কাণ্ডে হতবাক সকলেই।-এবেলা