রবিবার, ০৬ জানুয়ারী, ২০১৯, ১১:৩৯:০০

মুসলমানদের ইসলাম ধর্ম পালনের বিষয়ে চীনে আইন পাস

 মুসলমানদের ইসলাম ধর্ম পালনের বিষয়ে চীনে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক: সমাজতন্ত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে মুসলমানদের ইসলাম ধর্ম পালনের বিষয়ে একটি আইন পাস করেছে চীন। আগামী ৫ বছরের মধ্যে দেশটির সংস্কৃতির সঙ্গে মুসলমানদের একীভূত করতেই এ আইন বলে মনে করা হচ্ছে।

দেশটির সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, চীনের ৮টি ইসলামিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাজতন্ত্র এবং সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে মুসলমানদের ইসলামিক রীতি-নীতি পালনের বিষয়ে এ আইন পাস করা হয়েছে।

তবে কোন কোন সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে এই আইনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার বিস্তারিত তুলে ধরা হয়নি। সম্প্রতি চীনের উগ্রপন্থীবিরোধী রাজনৈতিক শিবিরগুলোতে উইঘুর সম্প্রদায়ের ১০ লাখ মুসলিমকে আটক রাখার বিষয়ে জাতিসংঘের উদ্বেগের মধ্যেই এমন খবর প্রকাশিত হলো।

নতুন এ আইনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে আরো বাধা তৈরি হলো বলে মনে করছেন অনেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে