সোমবার, ০৭ জানুয়ারী, ২০১৯, ০৪:৩৩:৪২

বিচ্ছেদের খবর যেভাবে জানবে সৌদি নারীরা

বিচ্ছেদের খবর যেভাবে জানবে সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদিতে নতুন পাস হওয়া আইন অনুযায়ী বিয়ে বিচ্ছেদের খবর মোবাইলের খুদে বার্তার মাধ্যমেই জানতে পারবেন সৌদি নারীরা। স্থানীয় সময় রোববার থেকে আদালতের নির্দেশে নতুন এই আইন কার্যকর করা হয়েছে।

এ পদক্ষেপের ফলে সৌদি নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন। তারা খোরপোশসহ নিজেদের অধিকার রক্ষা করতে পারবেন।

এ নিয়ে স্থানীয় নারী আইনজীবীরা বলছেন, পুরুষদের গোপনে বিচ্ছেদ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তা না হলে সৌদি পুরুষেরা স্ত্রীদের না জানিয়ে বিচ্ছেদ ঘটাতেন।

সৌদি আইনজীবী নিসরিন আল ঘামদি ব্লুমবার্গকে বলেন, সৌদি নারীরা বিচ্ছেদের বিষয়ে জানতে অনেকদিন ধরে আদালতে আবেদন করে আসছিলেন। বিবিসির এক প্রতিবেদনে এসব জানায়ায়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামে ফুটবল খেলা দেখা, পুরুষদের জন্য সংরক্ষিত চাকরিগুলোতে নারীদের সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পদক্ষেপ নিয়েছেন। স্বামী, বাবা, ছেলেছাড়া অনেক কিছুই করার অনুমতি পান না সৌদি নারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে