আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে বড় সুযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি দিলীপ ঘোষ এ মন্তব্য করেছেন।
শনিবার বিজেপির রাজ্য কমিটির এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
বিজেপির রাজ্য কমিটির বৈঠকের ফাঁকে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করেন।
জবাবে তিনি বলেন, আমরা চাই মমতা সুস্থ থাকুন। সুস্থ থাকলে ভালোভাবে কাজ করতে পারবেন। আর সেটা জরুরি, কারণ কোনো বাঙালির যদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে; তবে সেটা মমতারই রয়েছে।
দিলীপ ঘোষ বলেন, প্রণব বন্দোপাধ্যায় ছিলেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়া উচিত।
সূত্র : এনডিটিভি