সোমবার, ০৭ জানুয়ারী, ২০১৯, ১১:৩৩:৪০

রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগ সৌদি আরবের!

   রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগ সৌদি আরবের!

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম নৃগোষ্ঠী রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশটির সরকার ও সেনাবাহিনী নিজভূমি থেকে বিতাড়িত করার পর এবার সৌদি আরব সেদেশে বসবাসরত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।

এদিকে গতকাল রবিবার ০৬ জানুয়ারি সৌদি আরবের কারাগারে ৫-৬ বছর ধরে আটক থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যে জেদ্দার সুমাইসি কারাগারে তাদের স্থানান্তর করা হয়েছে বলে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে জানানো হয়।

এদিকে মিডল ইস্ট আইকে পাঠানো একটি ভিডিওতে এক রোহিঙ্গাকে তার মাতৃভাষায় বলতে শোনা যায় যে, সে বিগত ছয় বছর ধরে সৌদি আরবে আটক রয়েছে এবং এখন তাকে অন্যান্য রোহিঙ্গাদের সাথে বাংলাদেশে রিফিউজি হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে সুমাইসিতে আটক রোহিঙ্গা বলেন, ‘আমি গত ৫-৬ বছর ধরে এখানে রয়েছি। এখন এরা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন।’ জানা যায়, এই রোহিঙ্গাদের মধ্যে অনেকেই বাংলাদেশ আসতে রাজি না হওয়ায় তাদেরকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে