মঙ্গলবার, ০৮ জানুয়ারী, ২০১৯, ১০:৪৭:৫৪

‘ভিক্ষা করতে’ এবার তুরস্ক সফরে ইমরান খান!

‘ভিক্ষা করতে’ এবার তুরস্ক সফরে ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক সফরে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গেও বৈঠক করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: ডেইলি সাবাহ।
তুরস্ক সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুদিনের সফরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। তবে সমালোচকরা বলছেন, উন্নয়ন প্রকল্প নেয়ার মতো পর্যাপ্ত অর্থ এখন পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগারে নেই। তাই দেশ গড়ার লক্ষ্যে বিনিয়োগ ‘ভিক্ষা করতে’ বিভিন্ন দেশ সফর করছেন ইমরান। ডেইলি সাবাহ, টাইমস অব ইন্ডিয়া।

পাকিস্তানের রাষ্ট্রীয় ঋণের পরিমাণ এখন দেশটির জিডিপির ৬৭ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশে পাবলিক ঋণের পরিমাণ জিডিপির ৩১.৯ শতাংশ।

রাজধানী আংকারায় থাকার সময় প্রধানমন্ত্রী ইমরান খান একটি ব্যবসায়ী ফোরামে ভাষণ দিয়েছেন। পাশাপাশি তিনি তুরস্কের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের সঙ্গে কয়েকটি বৈঠক করেন।

মনে করা হচ্ছে- ইমরান খানের এই সফরের মধ্যদিয়ে পাকিস্তান ও তুরস্কের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের নতুন রাস্তা খুলে যাবে। দীর্ঘদিন ধরে পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে চমৎকার সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ইমরানের খানের এই সফর বলে জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।

সফরের সময় ইমরান খান তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে