মঙ্গলবার, ০৮ জানুয়ারী, ২০১৯, ০৭:৪৮:৩৪

স্ত্রীকে ফেসবুকে বাজে মন্তব্য, যুবককে মারধর করে বিপদে ডিসি

  স্ত্রীকে ফেসবুকে বাজে মন্তব্য, যুবককে মারধর করে বিপদে ডিসি

অমিতাভ ভট্টশালী, কলকাতা: আলিপুরদুয়ার থানার ভেতর ওই যুবককে মারধর করছেন জেলা প্রশাসক, এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের এক জেলা প্রশাসক থানার ভেতরে এক যুবককে প্রচণ্ড মারধর করছেন এরকম একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে তা নিয়ে একদিকে যেমন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনই বিতর্ক চলছে সামাজিক মাধ্যমেও।

উত্তরাঞ্চলীয় আলিপুরদুয়ার জেলার ওই প্রশাসকের স্ত্রীকে তার ফেসবুক বন্ধু একজন যুবক অশ্লীল কথা লিখেছিলেন বলে অভিযোগ।

পুলিশ ওই যুবককে থানায় নিয়ে আসার পরে জেলা প্রশাসক নিখিল নির্মল এবং তার স্ত্রী দুজনেই ওই যুবককে ব্যাপক মারধর করেন। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পরলে রাজ্য সরকার জেলা প্রশাসককে ১০ দিনের ছুটিতে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে দোষ প্রমাণিত হলে শুরু হবে বিভাগীয় তদন্ত।

জেলা প্রশাসক মি: নির্মল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস অফিসার। কিন্তু আইএএস অফিসারদের সংগঠনও তার পাশে দাঁড়ায় নি।

এ ঘটনায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরাও।

মানবাধিকার সংগঠন মাসুমের প্রধান কিরীটী রায় বিবিসি বাংলাকে জানিয়েছেন, "সরকার ব্যবস্থা নিয়েছে ঠিকই, কিন্তু এটা যথেষ্ট নয়। দশদিনের ছুটির পরে তিনি কী ফিরে আসবেন?"

"জেলা প্রশাসকের নামে পুলিশে অভিযোগ কী দায়ের হয়েছে? তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হোক। তদন্ত হয়তো একটা হবে নামকে ওয়াস্তে।"

তার কথায়, "এই ভিডিও-টা সামনে এসেছে ঠিকই, কিন্তু আমরা এরকম অনেক অভিযোগ পাই যেখানে পুলিশ অফিসার বা সিনিয়র অফিসাররা বেআইনিভাবে মারধর করেন।"

নিখিল নির্মলের সঙ্গে যোগাযোগ না করা গেলেও তার স্ত্রী এবং তার অনেক ফেসবুক বন্ধু-বান্ধবী সামাজিক মাধ্যমেই বক্তব্য রাখছেন বিষয়টি নিয়ে।

স্বামীকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠিয়ে দেওয়ার পরে তার স্ত্রী রোমান হরফে হিন্দিতে একটি বড়সড় পোস্ট দিয়েছেন।

অনুবাদ করলে সেটি এরকম : "অনেক বকওয়াস হয়েছে। সরাতে হলে সরিয়ে দাও। কিন্তু স্ত্রী-সন্তান সহ একজন 'ফ্যামিলি ম্যান'কে আর জ্বালিয়ো না। তোমারা কি সবটা জানো? কী দেখানো হচ্ছে ভিডিওটাতে?"

সেখানে আরো লেখা হয়েছে, "জেনেশুনেই একটা অংশ দেখানো হচ্ছে। যা হয়েছে, সেটা দেখানো হচ্ছে না। ব্লাডি হেল! হ্যাঁ, থাপ্পড় মেরেছি ওই শালাকে.. অন্য কেউ হলে এরকম লোককে মেরেই ফেলত।"

"আমার স্বামী বিয়ের সময়ে বলেছিল আমি তোমার দেখাশোনা করব, তোমাকে রক্ষা করব। আমি গর্বিত, সে আমার কাছে সত্যিকারের হিরো," তিনি আরো লিখেছেন।

অভিযুক্ত যুবকের সঙ্গে ফেসবুক চ্যাটের প্রসঙ্গ টেনে এনে তিনি লিখেছেন, "......নিখিলের প্রতি আপনাদের সবার মনোভাবটা যেন 'রেপ তো করে নি! শুধু কমেন্টই করেছে। চড় মারা উচিত হয় নি!"

"আরে গোল্লায় যাক এই সমাজ, এই মানুষরা। চাকরী থাকল কী থাকল না, তাতে কিছু এসে যায় না, কিন্তু ভালবাসা তো রয়েছে। লাভ ইউ নিখিল।"

এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি স্থানীয় পুলিশের কোন কর্মকর্তা।-বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে