বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ০৭:২৮:৪৯

বাস্তবে মার্কিন কর্মকর্তাদের অনেকেই প্রথম শ্রেণির আহাম্মক : খামেনি

বাস্তবে মার্কিন কর্মকর্তাদের অনেকেই প্রথম শ্রেণির আহাম্মক : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মার্কিন কর্মকর্তাদের আচরণ পাগলের মতো। আমি তা মনে না করলেও বাস্তবে মার্কিন কিছু কর্মকর্তা একেবারে প্রথম শ্রেণির আহাম্মক।

৯ জানুয়ারি ১৯৭৮ সালে কোমের ঐতিহাসিক অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে বলে ভবিষ্যদ্বাণী করায় মার্কিন কিছু কর্মকর্তাকে নিয়ে তিনি এ মন্তব্য করেন।

২০১৮ সালের শেষের দিকে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা। এই মন্তব্যকারী কর্মকর্তাদের নিয়ে তীব্র সমালোচনা করে এসব কথা বলেন খামেনি।
ইরানের সর্বোচ্চ এ নেতা বলেন, কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের এক রাজনীতিক সন্ত্রাসী ও গুণ্ডাদের এক সমাবেশে বলেছেন তিনি এ বছর ক্রিসমাসের অনুষ্ঠান তেহরানে উদযাপন করবেন বলে আশা করছেন।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কয়েক দিন আগে ক্রিসমাস ছিল। এটাই যুক্তরাষ্ট্রের হিসাব-নিকেশ। যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তাদের ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেছেন সে বিষয়টি পরিষ্কার নয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানের শাসক উৎখাত করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং তারা বলেছিলেন, শিগগিরই এই পরিবর্তন ঘটবে।

ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের ডাক দেয়া মার্কিনিদের তালিকায় ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ২০১৭ সালের জুলাইয়ে প্যারিসে এক বৈঠকে তিনি বলেন, ২০১৯ সালের আগে আমরা তেহরানে উদযাপন করবো।

সর্বোচ্চ নেতা বলেন,'আমেরিকা নিপাত যাক'শ্লোগান এখন ইরানের বাইরেও বিভিন্ন দেশে শোনা যাচ্ছে। এটাকে তিনি ইরানের ইসলামি বিপ্লবের সাফল্য বলে উল্লেখ করেন।

সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সঙ্গে বিশ্বের জুলুমবাজ আধিপত্যবাদী শক্তিগুলোর দ্বন্দ্বের স্বরূপ বিকৃত করছে শত্রুরা। ইসলামি বিপ্লবের প্রভাবে বিভিন্ন দেশে মজলুমদের যে আন্দোলন চলছে তাতে যদি তারা সফল হয় তাহলে আধিপত্যবাদ ও উপনিবেশবাদের বেসাতি নির্মূল হয়ে যাবে বলে সর্বোচ্চ নেতা মন্তব্য করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে