রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯, ১০:২২:১০

ব্যাগ খুলেই হতভম্ব পুলিশ!

ব্যাগ খুলেই হতভম্ব পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের কাছে গোপন সংবাদ আছে, এরই জের ধরে ট্রেনে তল্লাশি চালায় পুলিশের একটি দল। অভিযান পরিচালনার সময় একটি সন্দেহজনক ব্যাগ নজরে আসে পুলিশের। ওই ব্যাগটি খুলতেই রীতিমত হতভম্ব বনে যান দায়িত্বরত পুলিশ। ব্যাগে পাওয়া গেল ১০৭টি বিষধর সাপ।

শনিবার (১২ জানুয়ারি) ভারতের মালদহ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মালদহ স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি প্লাটফর্মে প্রবেশ করলে পুলিশ তল্লাশি শুরু করে। আর তখনই একটি সন্দেহজনক বড় ব্যাগ চোখে পড়ে পুলিশের। ব্যাগ খুলেই দেখা যায়, ভেতরে ছোট ছোট পুঁটলি ও কৌটোয় রয়েছে বহুসংখ্যক বিষধর সাপ।

পরে ওই সাপ ভর্তি ব্যাগ আটক করে পুলিশ।

সঙ্গে সঙ্গে এই খবর বন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হয়। তারা এসে সাপগুলো উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে।

উদ্ধারকৃত সাপের মধ্যে রয়েছে- কিং কোবরা, ইন্ডিয়ান কোবরা, লাউডগা ও পাহাড়ি চিতি৷ সাপগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লাখ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে