মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ০১:৪৪:৫৪

ভারতে পেঁয়াজ এখন গরুর খাদ্য!

ভারতে পেঁয়াজ এখন গরুর খাদ্য!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পেঁয়াজের দাম এতটাই পড়ে গেছে যে, চাষিরা পেঁয়াজ বিক্রি করতেও অনীহা দেখাচ্ছেন।ফলে কৃষকের কষ্টের ফলানো পেঁয়াজ এখন গরুর খাদ্যে পরিণত হয়েছে।

জানা গেছে, কলকাতা নাশিকে কেজিপ্রতি পেঁয়াজ মাত্র পাঁচ পয়সায় বিক্রি হচ্ছে!

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাশিকের নিপাড এলাকার গত নভেম্বরে কেজিপ্রতি ১ টাকা ৪১ পয়সা করে পেঁয়াজ বিক্রি হয়েছে।
লোকসানে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় নামের এক চাষি তার পেঁয়াজ বিক্রির পুরো টাকাটাই ‘মানি-অর্ডার’ করে পাঠিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

এ নিয়ে দেশটিতে শোরগোল হওয়ায় প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি তদন্ত শুরু করা হয়।নাশিকের পেঁয়াজ চাষিদের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন প্রশাসনের কর্মকর্তারা।

সেই আশাতেই তখন আর কম দামে পেঁয়াজ বেচেননি চাষিরা। দুমাস পেরিয়ে গেলেও সমস্যার কোনো সমাধান হয়নি।এদিকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। পুরনো পেঁয়াজেও চারা বেরিয়ে যাচ্ছে।

এর মধ্যেই চাষিরা জানতে পারেন, কেজিপ্রতি ৫ পয়সা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।ফলে চাষিরা পড়েছেন মহাবিপাকে। কষ্টের ফলানো পেঁয়াজ ফেলে দিতেও পারছেন না।

তাদের এ সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন রাখালরা। তারা গরুর গাড়ি নিয়ে এসে পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছেন। তারা সেই পেঁয়াজ নিয়ে গিয়ে গরুকে খাওয়াচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে