বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ০২:১২:৪২

কানাডা প্রধানমন্ত্রীর কথা রাখল না চীন, সাজা বাড়িয়ে দিলেন মৃত্যুদণ্ড

কানাডা প্রধানমন্ত্রীর কথা রাখল না চীন, সাজা বাড়িয়ে দিলেন মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: চীনে আটক কানাডিয়ান এক নাগরিককে ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে চীনা কর্তৃপক্ষ জাস্টিন ট্রুডোর কথা রাখেননি।কানাডার নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গকে মাদক চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়েন ইন্টারমিডিয়েট পিপলস আদালত।

২০১৪ সালে তাকে আটক করা হয়। গত নভেম্বরে আদালতের এক রায়ে তাকে ১৫ বছরেরর কারাদণ্ড দেওয়া হয়েছিল। চীন থেকে অস্ট্রেলিয়া মাদক পাচারের অপরাধে তাকে আটক করা হয়েছিল।
এদিকে চলতি সপ্তাহের সোমবার আদালত সাজা বাড়িয়ে তাকে এক রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়ে ছিল কানাডা। এর প্রেক্ষিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে বলেন, এমন দায়িত্বহীন মন্তব্য করা বন্ধ করুন।

গত মাসে চীনের হুয়াওয়ে টেলিকম জায়ান্টের একজন কর্মকর্তাকে কানাডায় গ্রেফতার করার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়। সূত্র বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে