শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯, ০৩:২০:১১

বাবার প্রেমিকাকে অপহরণ, ৩ ছেলের ৭ বছরের কারাদণ্ড

বাবার প্রেমিকাকে অপহরণ, ৩ ছেলের ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ১৬ বছর আগের একটি অপহরণ মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিলেন বিচারক। গতকাল বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার কান্দি আদালতের বিচারক এই সাজা ঘোষণা করেন। 

আদালতের সরকারি আইনজীবী এ কে এম সালাউদ্দিন সিরাজ জানিয়েছেন, “পিতার প্রেমিকাকে অপহরণ করার ঘটনায় তিন ছেলেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড সাজা দিল কান্দি মহকুমা আদালত। 

কান্দি অতিরিক্ত জেলা ও দায়রা আদলতের বিচারক সোমনাথ মুখোপাধ্যায় এই রায় দিলেন। বুধবার বিচারক তিনজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
দণ্ডিতরা হল মুর্শিদাবাদের খড়গ্রাম থানার উত্তর গোপীনাথপুর গ্রামের বাসিন্দা পারভেজ আহমেদ, জিয়াউল হক, সফি আহমেদ। তাদের বাবা আবদুল আজিজ কান্দি সহিসপাড়ার এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করেছিলেন। সেই ঘটনার জেরে আবদুল আজিজের তিন পুত্র মিলে ২০০২ সালে ১১ ফেব্রুয়ারি অপহরণ করে ওই নারীকে। ঘটনার জেরে অপহরণের অভিযোগ করা হয়। 

আদালতের সরকারি আইনজীবী এ কে এম সালাউদ্দিন সিরাজ জানিয়েছেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পারভেজ আহমেদ, জিয়াউল হক, সফি আহমেদ গ্রেফতার করে এবং বাবা আবদুল আজিজসহ বেশ কয়েকজনের বয়ানের ভিত্তিতে তিনজনকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি। নিজের বাবার প্রেমিকাকে অপহরণ করার ঘটনায় সাজা দেন।”

এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকায়। দোষী সাব্যস্তদের দাবি, বাবার অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেনি তারা। বাবার এমন কাজে এলাকায় তাদের মানসন্মান সব হারিয়ে গেছে। রাস্তায় মাথা তুলে হাঁটতে পারতেন না তারা। তাই রাগের মাথায় এই কাণ্ড ঘটায় তারা। আপাতত বাবা আবদুল আজিজের সঙ্গেই রয়েছেন সেই নারী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে