রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯, ১১:২৯:১২

থাইল্যাণ্ডে দুই বৌদ্ধ ভিক্ষুকে গুলি করে হত্যা

থাইল্যাণ্ডে দুই বৌদ্ধ ভিক্ষুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যাণ্ডের বৌদ্ধদের একটি মন্দিরের অভ্যন্তরে দুই ভিক্ষুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দুকধারীরা কালো পোশাক পরিধান করে মোটরবাইকে চড়ে রাত্তানাউপাপ মন্দিরের কাছে আসে। এরপর তারা মন্দিরে প্রবেশ করে খুব কাছ থেকে বৌদ্ধ ভিক্ষুদের ওপর গুলি চালায়। 

এদিকে, এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। মালয়েশিয়ার সীমান্তবর্তী নারাথিয়াত প্রদেশ এ ঘটনা ঘটেছে। এই প্রদেশে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংখ্যাগুরু বৌদ্ধদের সংঘাত চলছে। 

সূত্র : বিবিসি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে