আন্তর্জাতিক ডেস্ক: ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, তামিলনাড়ুর ডিএমকে নেতা স্ট্যালিন, অরুণ শৌরি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সরেন, এনসিপি নেতা শরদ পওয়ার, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং মল্লিকার্জুন খড়গে, বহুজন সমাজ পার্টির প্রতিনিধি সতীশ মিশ্র, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, সমাজবাদী পার্টি নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, রাষ্ট্রীয় জনতা দল নেতা এবং লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। ভারতীয় রাজনীতির তারকা এবং মহাতারকাদের উপস্থিতিতে সকাল থেকেই সরগরম ছিল ব্রিগেড।
সকাল থেকে বিভিন্ন বক্তাদের মূল সুর ছিল একটাই। বিজেপিকে হারাতে একজোট হয়ে লড়তে হবে, এই কথাই উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে।
এখন কলকাতায় মিটিং, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও সুসংহত করতে দেশের বিভিন্ন প্রান্তে সভা করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, কে প্রধানমন্ত্রী হবেন, সেটা ভোটের পরেও ঠিক করা যেতে পারে, আপাতত বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করাটাই বড় কথা।