রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯, ০৮:১৩:১০

সরকারি ক্যান্টিনে ১৩ ওয়েটার পদে প্রার্থী ৭ হাজার! প্রায় সবাই স্নাতক পাস!

সরকারি ক্যান্টিনে ১৩ ওয়েটার পদে প্রার্থী ৭ হাজার! প্রায় সবাই স্নাতক পাস!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি সরকারি ক্যান্টিনে খাবার পরিবেশনের জন্য ১৩টি ওয়েটার পদে ৪র্থ শ্রেণি পাস প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। সেখানে আবেদন পড়েছে ৭ হাজার! আর এসব আবেদনকারীদের বেশির ভাগই স্নাতক পাস!

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শেষ পর্যন্ত ১৩টি পদে ১২ জন স্নাতক এবং একজন উচ্চ মাধ্যমিক পাস করা আবেদনকারীকে নিয়োগ দিতে যাচ্ছে মহারাষ্ট্র সরকার৷

মহারাষ্ট্র সরকার জানায়, একটি ক্যান্টিনে সম্প্রতি ১৩টি ওয়েটারের পদ খালি হয়৷ সেই খালি পদে লোক নিতে বিজ্ঞাপন দেয় সরকার৷ আবেদনকারীদের যোগ্যতা চতুর্থ শ্রেণি পাস চাওয়া হলেও, প্রায় ৭ হাজার উচ্চ শিক্ষিত বেকার এই পদের জন্য আবেদন করে৷

এ জন্য গত বছর ডিসেম্বরে ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষাও নেয়া হয়৷ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আট জন পুরুষ ও পাঁচ জন মহিলা প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে ক্যান্টিনের ওয়েটার পদে৷

তার মানে এখন চতুর্থ শ্রেণি পাসের পরিবর্তে ক্যান্টিনের টেবিল পরিস্কার করবেন স্নাতকরা৷ এই নিয়োগের পর সমালোচনায় মুখে পড়ে সরকার৷

সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিরোধীদল নেতা ধনঞ্জয় মান্ডে বলেন, মন্ত্রী ও আমলাদের লজ্জা হওয়া উচিত৷ মন্ত্রীদের অনেকের থেকে বেশি শিক্ষিত এই ১৩ জন৷ তাদের কাছ থেকে পরিষেবা নিতেও তো লজ্জা হওয়া উচিত মন্ত্রী ও আমলাদের৷

‘‘১৩টি পদের জন্য সাত হাজার আবেদন পত্র জমা পড়েছে৷ এতেই পরিস্কার রাজ্যে চাকরির কী অবস্থা৷ তবে চতুর্থ শ্রেণি পাসের বদলে স্নাতকদের ক্যান্টিনে ওয়েটার পদে নিয়োগের ঘটনা খুবই দুর্ভাগ্যের৷’’

তিনি বলেন, ২০১৮ সালে প্রায় এক কোটি চাকরিজীবী তাদের চাকরি হারিয়েছেন। যাদের মধ্যে ৬৫ লাখ নারী।

সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের এক নিয়োগে ৮৫২টি খালি পদের জন্য ১০ লক্ষ আবেদন জমা পড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে