রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯, ০৯:৪৯:৫২

ইসরাইলের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করলো রাশিয়া

ইসরাইলের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ওপর ফের ইসরায়েলের কোনও সামরিক হামলা যেন না হয় সেজন্য কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ব্রিটিশ এক গণমাধ্যম বলছে, সিরিয়ার বিমানবন্দর পুনঃনির্মাণের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। সেখানে কোনও ধরনের হামলার চেষ্টা হলে রাশিয়া সেটা সহ্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

রুশ বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা শুক্রবার এমন খবর প্রকাশ করেছে। রাশিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের হামলার কারণে কয়েকটি রুশ এয়ারলাইন্স তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে। কিন্তু এসব এয়ারলাইন্সের সবগুলোই সিরিয়ায় তাদের ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিল।

জানা গেছে, ইসরায়েল মাঝেমধ্যেই সিরিয়া ও তার মিত্রদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, উগ্রসন্ত্রাসী গোষ্ঠী ‘দায়েশের’ বিরুদ্ধে লড়াই বিঘ্নিত করতেই ইসরায়েল এসব হামলা চালিয়ে আসছে।

এদিকে সিরিয়ায় ইসরায়েলের হামলা ঠেকাতে রাশিয়া দেশটির সরকারকে সম্প্রতি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করেছে। এই ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সরবরাহের সময় ইসরায়েল বিরোধিতা করলেও এসব শোনেনি রুশ কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে