সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ১১:০২:২৩

মাথার চুল রফতানিতে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে পাকিস্তান!

মাথার চুল রফতানিতে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক: মাথার চুল রফতানিতে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছে পাকিস্তান।গত পাঁচ বছর ধরে চীনে চুল রফতানি করে বিপুল মুনাফা অর্জন করেছে ইসলামাবাদ, এমনটিই জানিয়েছে পাক সরকার।

গত পাঁচ বছরে রফতানিকৃত এই চুলের পরিমাণ এক লাখ কেজি ছাড়িয়েছে। এতে পাকিস্তান চীনের কাছ থেকে আয় করেছে প্রায় দেড় লাখ মার্কিন ডলার।

সম্প্রতি পাকিস্তানের সংসদে এ হিসাব দিয়েছে সরকারের বাণিজ্য ও বস্ত্র দফতর।ক্ষমতায় এসে দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ সচেষ্ট প্রধানমন্ত্রী ইমরান খান।দেশের আর্থিক অচলাবস্থা কাটাতে বিভিন্ন রকমভাবে চেষ্টার মধ্যে এই চুল-বাণিজ্য অন্যতম।

শুধু চীনেই নয়, মার্কিনমুলুকেও মাথার চুল রফতানি করছে পাকিস্তান। জানা গেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে স্টাইল ও ফ্যাশন সম্পর্কে সচেতনতা বেড়েছে। আর সে কারণেই দেশটিতে ‘উইগ’ বা ‘পরচুল’র চাহিদা বেড়েছে অনেক।

নিজ দেশের মানুষের চুল দিয়েও এর চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে চীন। আর এসব পরচুলের জোগানে দেশটি তার বন্ধুভাবাপন্ন দেশ পাকিস্তান থেকে চুল আমদানি করছে।

হিসাব বলছে, গত পাঁচ বছরে পাকিস্তান থেকে প্রায় এক লাখ পাঁচ হাজার ৪৬১ কেজি চুল কিনেছে চীনের কসমেটিকস ইন্ডাস্ট্রি।যার মূল্য আনুমানিক এক লাখ ৩২ হাজার মার্কিন ডলার, টাকায় এক কোটি ১০ লাখ টাকার কিছু বেশি।সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে