বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ০২:০৪:৫৬

নিরাপত্তা পরিষদ ব্যবস্থা না নিলে ইসরায়েলের বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি সিরিয়ার

নিরাপত্তা পরিষদ ব্যবস্থা না নিলে ইসরায়েলের বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি ইসরায়েলের লাগাম টেনে না ধরে তাহলে দেশটির বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে সিরিয়া। আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে তাই বৈধ পন্থায়ই তেল আবিবকে পাল্টা লক্ষ্যবস্তু করা হবে বলে মঙ্গলবার দামেস্ক জানিয়েছে। 

নিরাপত্তা পরিষদের উচিৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কে এখনই থামিয়ে দেয়া। দেশটি অব্যাহতভাবে আরব রাষ্ট্র সিরিয়ার ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে, দামেস্ক বিমানবন্দরের কাছাকাছি বেশ কয়েকটি হামলা হয়েছে। তেল আবিবের এমন আচরণ সার্বভৌমত্বের স্পষ্ট লংঘন। তাদের থামাতে না পারলে পাল্টা হামলা চালানো হবে বলে মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার দূত বাশার আল-জাফারি হুঁশিয়ারি দিয়েছেন।

সিরিয়ার অভ্যন্তরে মিত্ররাষ্ট্র ইরানের ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইসরায়েল অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এতে দেশের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হচ্ছে। নিয়মিত ফ্লাইটগুলোও বাধাপ্রাপ্ত হচ্ছে যা দেশের বহুবিধও ক্ষতির কারণ।

জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার অযুহাতে আন্তর্জাতিক আইন ব্যবহার করে সিরিয়ায় ইসরায়েলি আগ্রসনকে সমর্থন দিয়ে আসছে। এটি সার্বভৌম সিরিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে জাফারি অভিযোগ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে