বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ০৮:৩৩:২৮

ছেলের জন্মদিনে মৃত্যু কামনায় বাবা-মা!

ছেলের জন্মদিনে মৃত্যু কামনায় বাবা-মা!

আন্তর্জাতিক ডেস্ক: নেতাজির জন্মদিনের দিনই ছেলেরও জন্মদিন। কিন্তু জন্মদিনে ছেলের দীর্ঘায়ুর বদলে তাঁর মৃত্যু প্রার্থনা করছেন বাবা-মা। তাঁদের একটাই প্রার্থনা, শান্তিতে মৃত্যু হোক তাঁদের একমাত্র সন্তানের।

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জগন্নাথপুরের বাসিন্দা শুভেন্দু মাজি বুধবারই ৩৭ থেকে ৩৮-এ পা দিলেন। কিন্তু তার কিছুই জানতে পারলেন শুভেন্দু নিজে। কারণ গত প্রায় পাঁচ বছর ধরে কোনও অনুভূতিই নেই তাঁর। ২০১৪ সালে ভয়াবহ বাইক দুর্ঘটনার পর থেকেই কোমায় আচ্ছন্ন তিনি। চোখ মেলে তাকাতে পারলেও গোটা শরীরই অসার শুভেন্দুর।

একমাত্র ছেলে শুভেন্দুকে নিয়ে অনেক স্বপ্ন ছিল সুশান্ত মাজি এবং তাঁর স্ত্রী রিনাদেবীর। ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিও পেয়েছিল শুভেন্দু। বিয়ের পরে পুত্রসন্তানও হয় তাঁর। কিন্তু ২০১৪ সালে একটি বিয়েবাড়ি থেকে ফেরার সময়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপরে বাইক দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক। প্রাণে বেঁচে গেলেও সেই থেকে শরীর-মন সবই অসার হয়ে গিয়েছে। 

কলকাতা থেকে বেঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত তাঁর চিকিৎসার জন্য খরচ হয়েছে কোটি টাকা। কিন্তু ৫ বছরে একবারও সাড়া দেননি শুভেন্দু। খাওয়া দাওয়াও প্রায় বন্ধ। বাবা-মা কোনও ক্রমে তরল খাবার খাইয়ে দেন তাঁকে। ইতিমধ্যেই শুভেন্দুর স্ত্রী সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। তাঁরাও শুভেন্দুর পরিবারের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখেন না।

নিজের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের উপরে ইতিমধ্যেই নিয়্ন্ত্রণ হারিয়েছেন শুভেন্দু। চিকিৎসকরা জানিয়েছেন, শুভেন্দুর স্নায়ুতন্ত্র কোমায় চলে গিয়েছে। এই অবস্থা থেকে উন্নতি হওয়ারও কোনও আশা নেই। পেশায় কাঠের ব্যবসায়ী সুশান্তবাবু একবছর আগে পর্যন্তও ছেলের চিকিৎসার জন্য যাবতীয় চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু এখন তাঁরা হালা ছেড়ে দিয়েছেন। 

শুভেন্দুর এই অসহনীয় কষ্ট চোখে দেখতে পারছেন না মা-বাবা। অতএব বাধ্য হয়েই ছেলের মৃত্যুকামনা করছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছেলের স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাতে চান সুশান্তবাবু এবং তাঁর স্ত্রী।  ছেলের মৃত্যুর পর তাঁর অঙ্গপ্রত্যঙ্গ দান করতে চান শুভেন্দুর বাবা-মা। যাতে ছেলে অন্য কারও মধ্যে বেঁচে থাকে।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে