শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ০৫:০৩:৩৭

বদলে যাচ্ছে সৌদি আরব, রেষ্টুরেন্টে বাজবে গান

বদলে যাচ্ছে সৌদি আরব, রেষ্টুরেন্টে বাজবে গান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নানা পদক্ষেপ রক্ষণশীল সৌদি আরবকে একের পর এক বড় ধরনের ঝাঁকুনি দিয়ে যাচ্ছে। এবার পশ্চিমা দেশগুলোর মতো এখন থেকে সৌদি আরবের রেস্টুরেন্টগুলোতেও বাজবে গান। আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য রেস্টুরেন্টে এবার গান বৈধ করলো সালমান প্রশাসন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট আই এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এত দিন সৌদি শাসকেরা দেশটিতে কড়া ধর্মীয় অনুশাসন জারি রাখার পক্ষে ছিলেন। কিন্তু মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর থেকেই এই নীতিতে আমূল পরিবর্তন আনছেন। তার নেওয়া বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের মূল লক্ষ্য হলো কট্টর ধর্মীয় নেতাদের কোণঠাসা করা। এজন্য তাদের জেলেও পুরেছেন তিনি। নারীদের গাড়িচালকের আসনে বসিয়ে মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা করেন মোহাম্মদ।

মিডল ইস্টের প্রতিবেদনটিতে বলা হয়, এর ফলে অন্যান্যদের মতো এখন সেখানেও ওয়েস্টার্ন গানের তালে তাল মিলিয়ে মজাদার খাবার উপভোগ করবেন সৌদিরা।

গত মঙ্গলবার সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান নির্বাহী এবং সৌদি রাজ দরবারের উপদেষ্টা তুর্কি আল শেখ এই আদেশ জারি করেন।  মঙ্গলবার রিয়াদে শেখ ২০১৯ সালের বিনোদন ক্যালেন্ডার উদ্বোধনের পর আদেশটি জারি করা হয়।

এ সময় শেখ বলেন, ‘আজ (২২ জানুয়ারি) থেকে রেস্টুরেন্টে গান বাজানোর অনুমোদন দিচ্ছি আমরা। সৌদি আরবের সব রেস্টুরেন্টে এটা কার্যকর হবে।’

একইদিন আরও কয়েকটি ইভেন্ট আয়োজনকে তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে অটো রেস, মিউজিক শো, থিয়েটার পারফরমেন্স অন্যতম।

তুর্কি আল শেখ দৃঢ়ভাবে বলেছেন, চলতি বছর বিশ্বের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন করবেন। এসব তারকাদের মধ্যে ডেভিড ব্যাকহাম, জিনেদিন জিদানসহ আরও অনেকেই থাকবেন।

এছাড়া স্পেনের মতো ষাঁড় দৌড় এবং ম্যাজিক শো আয়োজনেরও পরিকল্পনা রয়েছে তাদের। যদিও সৌদি আরবে জাদু এবং জাদুবিদ্যার শাস্তি মৃত্যুদণ্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে