শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ১০:৪৪:৫১

ক্যান্টিনে চা বানানোর পাশাপাশি বাসনও মেজেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

ক্যান্টিনে চা বানানোর পাশাপাশি বাসনও মেজেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্টিনে চা বানানোর পাশাপাশি বাসনও মেজেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! কাকার ক্যান্টিনে কাজ করতেন। করতে করতেই হয়ে গেলেন আরএসএস-এর প্রচারক। সেই সময় তিনি আরএসএস-এর অফিস পরিষ্কার করার কাজও করেছেন। সহকর্মীদের জন্য চা ও খাবার প্রস্তুত করেছেন। এমনকী, বাসনও মেজেছেন। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘হিউম্যানস অফ বম্বে’ নামের এক ফেসবুক পেজকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে এমনই নানা অজানা কথা।

ওই পেজে প্রকাশিত সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেন, আমেদাবাদের মতো বড় শহরে প্রথম এসে সেখানকার দ্রুত লয়ের জীবনের সঙ্গে পরিচিত হন তিনি। তাঁর কাকার ক্যান্টিনের মাঝে মাঝে তিনি সাহায্য করতেন। 

এর পরই তিনি আরএসএস-এর পূর্ণ সময়ের প্রচারকের কাজে নিযুক্ত হন। সেই কাজ করতে করতেই তিনি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার ও আরও নানা ধরনের কাজ করার সুযোগ পান। তাঁরা সবাই মিলে আরএসএস-এ অফিস পরিষ্কার করতেন। চা ও খাবার বানাতেন। বাসন মাজতেন। 

মোদী জানান, হিমালয়ে গিয়ে তার আগে যে শিক্ষা তিনি পেয়েছিলেন, শত ব্যস্ততার মধ্যেই সেই শিক্ষাকে তিনি ভুলতে চাননি। তিনি জানান, ‘‘খুব বেশি মানুষ এটা জানেন না। দিওয়ালির সময়ে পাঁচ দিনের জন্য আমি বাইরে চলে যেতাম। কোনও জঙ্গলে যেতাম, যেখানে পরিষ্কার জল রয়েছে ও কোনও মানুষ নেই।’’

সেই নির্জনতায় কাটানোর দিনগুলিতে তিনি কোনও সংবাদপত্র পড়তেন না বা রেডিও শুনতেন না বলে জানান মোদী। এই অবসর যাপন তাঁকে জীবন ও জীবনের বিচিত্র অভিজ্ঞতার সঙ্গে যুঝতে সাহায্য করত বলে জানান তিনি। তিনি বলেন, কেই যখন জানতে চাইত তিনি কোথায় যাচ্ছেন তিনি উত্তর দিতেন, ‘‘আমি আমার সঙ্গে দেখা করতে যাচ্ছি।’’

সকলকেই নিজেদের ব্যস্ত সময়ের ফাঁকে নিজের জন্য খানিক সময় বের করার কথা বলেন প্রধানমন্ত্রী। মোদী জানান, এতে জীবনের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে