শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ১০:৩১:০৩

হেলিকপ্টার ও বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

হেলিকপ্টার ও বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্রান্স ও ইতালির সীমান্ত এলাকায় আল্পস পর্বতে একটি হেলিকপ্টার ও একটি হালকা বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫জনের মৃত্যু হয়েছে।

ইতালির পার্বত্য এলাকার উদ্ধারকারী সংস্থা (সিএনএসএএস) জানিয়েছে ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আয়োস্তা উপত্যকার লা তুইলে এলাকার রুতোর হিমবাহের ওপরে এই সংঘর্ষটি ঘটে। তবে কখন এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। তালির উত্তর-পশ্চিম এলাকার আয়োস্তা উপত্যকা স্ব-শ্বাসিত অঞ্চল। পার্বত্য এই এলাকাটি দেশটির সবচেয়ে জনবিরল এলাকার একটি। এখানকার লা তুইলে এলাকায় জনপ্রিয় স্কি-রিসোর্ট রয়েছে।

ইতালির পার্বত্য এলাকার উদ্ধারকারী সংস্থা জানিয়েছে সংঘর্ষের পর চিকিৎসক এবং উদ্ধারকারীদের নিয়ে দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। ধাতু কাটার যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ওই হেলিকপ্টার ও বিমানটির সংঘর্ষ কিভাবে হয়েছে বা আরোহী কারা ছিলেন তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি দায়িত্বশীলরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে