শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ০৮:৩০:৪৮

চূড়ান্ত যুদ্ধের মহড়া ইরানের সেনাবাহিনীর

চূড়ান্ত যুদ্ধের মহড়া ইরানের সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সেনাবাহিনী ব্যাপক পরিসরে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ের সামরিক মহড়া শুরু করেছে। দু'দিনের এই সামরিক মহড়া শনিবার দেশটির মধ্যাঞ্চলের ইসফাহান প্রদেশে শুরু হয়।

বৃহৎ পরিসরের যুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এই মহড়ায় শক্তিপ্রদর্শন করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভির নেতৃত্বে সেনাবাহিনীর সব ইউনিটের ১২ হাজার সদস্য অংশ নিয়েছে।

অপারেশনের সময় সেনাবাহিনীর স্থির এবং ভ্রাম্যমাণ আর্টিলারি ইউনিটের সদস্যরা ১০ থেকে ৩০ কিলোমিটার দূরের শত্রুর অবস্থানে স্মার্ট এবং সুনির্দিষ্ট আঘাত করে।

ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, গ্রাউন্ড ফোর্স এয়ারবোর্ন ইউনিটের যুদ্ধ হেলিকপ্টার এ সময় অভিযানস্থলের আকাশের নিরাপত্তায় কাজ করে; যাতে স্থলের সাঁজোয়া যানের ওপর শত্রুরা আঘাত হানতে না পারে। প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর টার্গেটে ভারী গোলাবর্ষণও করা হয় হেলিকপ্টার থেকে।

তিনি বলেন, যুদ্ধের মহড়ার মূল উদ্দেশ্য হলো সেনাবাহিনীর স্থল পরিকাঠামো ও আধুনিক প্রতিরক্ষা কৌশলগুলোর মূল্যায়ন করা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে