সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:২৯:৫৩

হাঁসের মৃত্যুতে নিউজিল্যান্ডে সংসদে শোক প্রকাশ!

হাঁসের মৃত্যুতে নিউজিল্যান্ডে সংসদে শোক প্রকাশ!

আন্তর্জাতিক ডেস্ক: হাঁসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিউজিল্যান্ডের সংসদ। যে হাঁসটির জন্য শোক প্রকাশ করা হয়েছে; সেটির নাম ট্রেভর। যাকে বিশ্বের সবচেয়ে 'একাকী হাঁস' হিসেবে অ্যাখ্যা দেওয়া হয়েছিলো। কুকুরের আঘাতে হাঁসটির মৃত্যু হয়েছে।

 বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, নিউজিল্যান্ডের প্রতিনিধি পরিষদের স্পিকার ট্রেভর মালার্ড সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন হাঁসটির মৃত্যুতে।  

হাঁসটিকে প্রথম দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দ্বীপ নিউইতে। ২০১৮ সালের জানুয়ারিতে এক বড় আকারের ঝড়ের পর হাঁসটিকে দেখা যায়। এরপর থেকেই দ্রুতই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সে তারকা হিসেবে পরিণত হয়।

তবে হাঁসটি কীভাবে দ্বীপটিতে এসেছিল তা কেউ জানে না।

নিউইর চেম্বার অব কমার্স বিভাগের প্রধান রাই ফিন্ডলি বলেন, 'আমাদের ধারনা সে এখানে উড়ে কিংবা ঝড়ের তোড়ে এসে পড়েছিল।'

সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে