শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৯:৫৮

আইএসবিরোধী হামলা ব্যর্থ মার্কিন জোট: রাশিয়া

আইএসবিরোধী হামলা ব্যর্থ মার্কিন জোট: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রসী গোষ্ঠী আইএসের তৎপরতা নিস্ক্রিয় করতে মার্কিন নেতুত্বাধীন কথিত জোটের হামলা ব্যার্থ হয়েছে বলে ঘোষনা করেছে রাশিয়া। এই যৌথ হামলার বিষয়ে রাশিয়া জানিয়েছে, মার্কিন ওই জোট আইএসেকে নির্মূল করতে পারেনি- এমনকি তাদের অগ্রযাত্রাও প্রতিহত করতে পারেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, “মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা শুরু হওয়ার পর নিজের দখলীকৃত এলাকা আরো বিস্তার করে মানবতাবিরোধী অপরাধ জোরদার করেছে দায়েশ বা আইএস।” এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া ও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের কথিত বিমান হামলাকে আফগানিস্তানের ন্যাটো জোটের মিশনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের ১০ বছরের দখলদারিত্বের সময় দেশটিতে সন্ত্রাসবাদ ও মাদক চাষের পরিমান বহুগুণে বেড়ে গিয়েছিল। ২০০১ সালের শেষের দিকে ইঙ্গো-মার্কিন হামলায় আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়। কিন্তু সে ঘটনার ১৪ বছর পর এখনো দেশটির বহু এলাকা তালেবানের দখলে রয়েছে এবং দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই যৌথ হামলার বিষয়ে বলেন, পশ্চিমা যেসব দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে অটল রয়েছে তারা প্রকারান্তরে দায়েশকে শক্তিশালী করছে। মার্কিন নেতৃত্বাধীন কিছু পশ্চিমা ও আঞ্চলিক দেশ ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএসের অব্স্থানে বিমান হামলা চালানোর দাবি করছে। এ কাজে তারা জাতিসংঘ বা সিরিয়া সরকারের অনুমোদন নেয়নি। কিন্তু গত ১৫ মাসের এসব হামলায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীটির কোনো ক্ষতি হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। ১১, ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে