সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ১০:১৬:০৪

বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দেওয়ার দাবি জানাল বিজেপি

বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দেওয়ার দাবি জানাল বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দেওয়ার দাবি জানালেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ‘বিজেপি’ এমপি সতীশ গৌতম। কিন্তু বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিপক্ষে তিনি।

এদিকে আলিগড়ের হিন্দুবাদী বিজেপি এমপি সতীশ গৌতমের মতে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘মুসলিম’ শব্দ যুক্ত থাকায় অনেকেই অস্বস্তি বোধ করেন। এক্ষেত্রে উচ্চশিক্ষায় ভারতের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির নাম শুধু ‘আলিগড় বিশ্ববিদ্যালয়’ রাখার প্রস্তাব দেন তিনি।

এদিকে ভারতীয় গণমাধ্যমে জানায়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘হিন্দু’ শব্দ থাকার পক্ষপাতী এ বিজেপি নেতা। এ ব্যাপারে বিজেপি নেতা বলেন, ‘ভারত একটি হিন্দু রাষ্ট্র। সে কারণে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘হিন্দু’ শব্দটি বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

তাছাড়া এর আগেও একাধিকবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন সতীশ গৌতম। কিছুদিন আগে দেশটির স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে ‘সন্ত্রাসবাদীদের আখড়া’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে