বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯, ১২:০০:৫৯

পরকীয়ার কারণে মা কী করে এত নিষ্ঠুর হতে পারে, স্তম্ভিত প্রতিবেশীরা!

 পরকীয়ার কারণে মা কী করে এত নিষ্ঠুর হতে পারে, স্তম্ভিত প্রতিবেশীরা!

পলাশকান্তি মণ্ডল, নদিয়া: পরকীয়ার কারণে মা কী করে এত নিষ্ঠুর হতে পারে, স্তম্ভিত প্রতিবেশীরা! নিজের সন্তানকে রাস্তা থেকে সরাতে ঘৃণ্য চক্রান্ত করল গৃহবধূ। হতবাক প্রতিবেশীরা।

বিবাহ বহির্ভূত সম্পর্কের মাঝে কাঁটা চার বছরের শিশু। নিজের সন্তানকে রাস্তা থেকে সরাতে ঘৃণ্য চক্রান্ত করল গৃহবধূ।

বছর পাঁচেক আগে নদিয়ার রাণাঘাটের বেলঘড়িয়ার বাসিন্দা মদন দাসের সঙ্গে বিয়ে হয় মুনমুন দাসের। দম্পতির চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কর্মসূত্রে মদন দাস রাজ্যের বাইরে থাকেন। 

অভিযোগ, এরই মধ্যে ওই পাড়ার বাসিন্দা আর এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে মুনমুন। শনিবার রাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা ওই গৃহবধূর বাড়িতে দৌড়ে আসেন। তখনই দেখা যায় বাড়ির পুকুর থেকে বাচ্চাটিকে তুলে আনছে মুনমুন। প্রতিবেশীদের অভিযোগ, বাড়ির পুকুরেই শিশুটিকে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল ওই মহিলা। এলাকাবাসীরা চলে আসায় তড়িঘড়ি পুকুর থেকে শিশুটিকে তুলে ফেলে সে।  এরপরে ঘটনা জানাজানি হতেই  প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মুনমুনকে গ্রেফতার করেছে পুলিশ।-এবেলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে