শুক্রবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৫৯:৪৮

মুসলিম বিশ্বের শক্তি বাড়াতে ঐক্যবদ্ধ হচ্ছে ৬ আরব দেশ

মুসলিম বিশ্বের শক্তি বাড়াতে ঐক্যবদ্ধ হচ্ছে ৬ আরব দেশ

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম বিশ্বের শক্তি বাড়াতে ঐক্যবদ্ধ হচ্ছে ৬ আরব দেশ। কুয়েত, মিসর, সৌদি আরব,বাহরাইন, আরব আমিরাত ও জর্দান এই ছয় আরব রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল জর্দানে মিলিত হয়েছিলেন অঞ্চলিক সঙ্কট নিরসনে ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী এ খবর জানিয়েছেন।

মৃতসাগরের তীরে বাদশাহ হোসেন বিন তালাল কনভেনশন সেন্টারে সফররত পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদি। বৈঠকের আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ জানান মন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ঘটনা নিয়ে আলোচনা করবেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি, কুয়েতের সাবাহ খালেদ আল সাবাহ, আরব আমিরাতের আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান,বাহরাইনের খালিদ বিন আহমদ আলখালিফা ও সৌদি আরবের আদেল আল জুবায়ের মঙ্গলবার আম্মান পৌঁছেন। তারা জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথেও বৈঠক করেন। তিনি আঞ্চলিক ইস্যুতে সমন্বিত আরব অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে