রবিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:২৯:৩৩

চীনে প্রথম পর্যায়ে দুর্বল গাধাদের রপ্তানি করবে পাকিস্তান

চীনে প্রথম পর্যায়ে দুর্বল গাধাদের রপ্তানি করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ঔষুধ প্রস্তুতসহ নানা কাজে চীনে গাধার বহুল ব্যবহার করা হয়। এজন্য প্রতি বছর লাখ-লাখ গাধার প্রয়োজন পড়ে দেশটির। তবে এত গাধা চীনে নেই। তাই চীনকে গাধার জোগান বেবে পাকিস্তান। এ বিষয়ে শিগগির দুই দেশের মধ্যে চুক্তি হবে। আর পাকিস্তানকে আরো গাধা উৎপাদনে তিনশ কোটি ডলার বিনিয়োগ করবে চীন।

চীনে গাধা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম তিন বছরে ৮০ হাজার গাধা চীনে পাঠানো হবে। এর জন্য পাকিস্তানে গাধা-পালন ফার্মে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা সংস্থা। 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া লাইভস্টক ডিপার্টমেন্ট জানিয়েছে, এ বিষয়ে অচিরেই চীনা সরকারের সঙ্গে চুক্তি সই হবে। 
জানা গেছে, একাধিক গাধা-পালন প্রকল্পও চালু করছে পাকিস্তান। চীনে বিভিন্ন ধাপে গাধা রপ্তানি করবে দেশটি। প্রথম পর্যায়ে দুর্বল গাধাদের পাঠানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে