আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে বিয়ে করার মাত্র কয়েক মিনিট পর বরকে তালাক দিলেন কনে। হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ায় বর তাকে নির্বোধ বলে গালি দিয়েছে বলে ওই কনে অভিযোগ করেন।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বিয়ের চুক্তিতে সই করার কয়েক মিনিট পরেই দম্পতি আলাদা হয়ে যান এবং আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেন।
কনে পড়ে যাওয়ার সময় তাকে সহায়তা না করে বর তাকে নিয়ে মশকরা করেন। এ খবর ক্ষুদে ব্লগ টুইটারে ছড়িয়ে পড়লে কেউ কেউ কনের এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
খবরে বলা হয়, বরের এমন রুক্ষ আচরণে ক্ষুব্ধ হয়ে কনে সোজা আদালতে চলে যান এবং স্বামীকে তালাক দেন। এটিকে কুয়েতের সবচেয়ে দ্রততম বিবাহবিচ্ছেদ বলে আখ্যায়িত করা হয়েছে।তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেকে দুঃখ প্রকাশও করেছেন। আবার এমন ঘটনায় অনেকে বেশ মজাও লুটেছেন।
তবে কনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ। দিওয়ান আল কায়ুত নামের এক নারী বলেন, খুবই শক্তিশালী এক নারী। আমি কখনোই এমনটি করার সাহস করতে পারতাম না।
আলইয়া গাদ নামের এক নারী বলেন, খুবই যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন ওই কনে। এক টুইটার ব্যবহারকারী বলেন, এ বিয়েতে কোনো সম্মান ছিল না। শুরুতেই যা ব্যর্থ হয়ে গেছে।