রবিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:১৪:৫৭

মাঝ আকাশে হাঁটু মুড়ে বসে 'বিমানবালা'কে বিয়ের প্রস্তাব, তারপর...

মাঝ আকাশে হাঁটু মুড়ে বসে 'বিমানবালা'কে বিয়ের প্রস্তাব, তারপর...

আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে উড্ডীয়মান বিমানে দায়িত্ব পালনরত অবস্থায় বিয়ের প্রস্তাব পেলেন এক বিমানবালা। তবে অপরিচিত কেউ নন, বিয়ের প্রস্তাব দিয়েছেন তারই প্রেমিক স্টেফানো। সম্প্রতি রোম থেকে দুবাইগামী একটি বিমানে ভিত্তোরিয়া নামের ওই এয়ার হোস্টেসকে এভাবেই চমকে দেন তার প্রেমিক। ইতোমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, অন্যান্য বিমানবালার সঙ্গে বিমানের মধ্যে হেঁটে আসছেন ভিত্তোরিয়া। সে তখনও বুঝতে পারেনি আসলে কী হতে যাচ্ছে। বিমানের ভেতরে ইকোনমি ক্লাসের পর্দা সরিয়ে ভেতরে আসতেই তিনি দেখতে পান কেবিনটি বেশ সুন্দর করে সাজানো অবস্থায় রয়েছে। এ সময় সেখানে থাকা যাত্রীরা তাকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু ভিত্তোরিয়া চমকে যান তাদের হাতে থাকা ছবি দেখে। কারণ যাত্রীরা যে মুখোশটি ধরে আছেন, সেটি তার প্রেমিক স্টেফানোর।

এরপর স্টেফানোকে সেখানে দেখে নিজের আবেগকে আর আর ধরে রাখতে পারেননি ভিত্তোরিয়া। ওই মুহূর্তে ভিত্তোরিয়ার আঙুলে স্টেফানো হাঁটু মুড়ে বসে পরিয়ে দেন একটি রিং। স্টেফানো ওই অবস্থায় ভিত্তোরিয়াকে বিয়ের প্রস্তাব দিলে তিনিও মাথা নেড়ে ‘হ্যাঁ’ সম্মতি দিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে