সোমবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৩৪:০৪

ইউরোপকে হুমকি ইরানের, ক্ষেপণাস্ত্র পাল্লার মধ্যেই রয়েছ চিরশত্রু ইসরাইল

 ইউরোপকে হুমকি ইরানের, ক্ষেপণাস্ত্র পাল্লার মধ্যেই রয়েছ চিরশত্রু ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা বন্ধ করতে রাজি নয় ইরান। এবার এই নিয়ে ইউরোপকে হুমকি দিলেন ইরানের রেভলিউশনারি গার্ডসদের উপপ্রধান। শনিবার সেদেশের জাতীয় টিভি চ্যানেলে ডেপুটি কম্যান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল হোসেন সালামি বলেন, ‘যদি ইউরোপীয়রা বা অন্য কেউ ইরানকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে নিরস্ত্র করার চক্রান্ত করে, তাহলে আমরা কৌশলগত অবস্থান নিতে বাধ্য হব। প্রযুক্তিগত সীমাবদ্ধতা আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।’ ক্ষেপণাস্ত্র নিয়ে কোনও আলোচনা, সুপারিশ বা অনুরোধ বরদাস্ত করা হবে না বলেই দাবি তার।

শনিবারই ১,৩৫০ কিলোমিটারেরও বেশি পাল্লার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইরান। আত্মরক্ষার খাতিরেই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে বলে দাবি করেছে ইসলামিক দেশটি।

২০১৫ সাল বিশ্বের পরমাণু অস্ত্রে বলীয়ান দেশগুলির সঙ্গে চুক্তি করেছিল ইরান। তারপরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা বন্ধ করেনি তারা। গত বছর মে মাসে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়েই মূলত আপত্তি তুলেছে ট্রাম্প সরকার। তবে ইউরোপীয় দেশগুলির সঙ্গে এখনও চুক্তি রয়েছে ইরানের। যদিও বেশ কিছু দেশের সরকার চুক্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ইয়েমেনসহ বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ নিয়ে নতুন ধারা যুক্ত করার দাবি তুলেছে।

এ পরিপ্রেক্ষিতেই ইরান সেনার উপপ্রধান এই হুমকি দিয়েছেন বলে মনে করছে কূটনৈতিক মহল। এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে ইরান। এই পাল্লার মধ্যেই রয়েছে ইরানের চিরশত্রু ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার ঘাঁটিগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে