সোমবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:১৬:২০

এবার ভারতের মেঘালয়ের স্থানীয় ‘খাসি’ ভাষায় অনূদিত হলো পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন

এবার ভারতের মেঘালয়ের স্থানীয় ‘খাসি’ ভাষায় অনূদিত হলো পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন

আন্তর্জাতিক ডেস্ক : বহুজাতিক রাষ্ট্র ভারতে প্রধান ভাষার সংখ্যাই কেবল ২২টি। এ ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচলিত উপভাষার সংখ্যা কয়েকশ। এর আগে হিন্দি, উর্দু, গুজরাটি, পাঞ্জাবী ইত্যাদি প্রধান ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ হলেও অনেক ভাষার মানুষ নিজের ভাষায় এই মহাগ্রন্থ পড়ার সুযোগ পান না। এবার ভারতের উত্তর-পূর্ব রাজ্য মেঘালয়ের স্থানীয় ‘খাসি’ ভাষায় অনূদিত হলো পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন।

‘খাসি’ ভাষা মূলত অস্টোয়াসেটিক ভাষার অংশ। ২০০৫ সাল থেকে মেঘালয়ে এ ভাষাকে সহযোগী দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

শিলং টাইমস জানিয়েছে, গত শনিবার ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে স্থানীয় ‘খাসি’ ভাষায় অনূদিত কুরআনের প্রকাশনা অনুষ্ঠিত হয়। খাসি ভাষায় অনুবাদটি করেছে ‘সেং ভালাং ইসলাম’ নামের একটি প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ৩ হাজার কপি ছাপানো হয়েছে। পরে এ সংখ্যা চাহিদা অনুযায়ী আরও বাড়ানো হবে।

শিলং টাইমস আরও জানিয়েছে, দীর্ঘ ১২ বছরের অধ্যাবসায় ও রিসার্চের পর ১২৫১ পৃষ্ঠার এ পাণ্ডুলিপি প্রকাশ করে অনুবাদের সম্পাদনা বোর্ড।

অনুবাদক সংস্থা সেং ভালাং ইসলামের এক মুখপাত্র বলেন, খাসি ভাষায় অনুবাদের ফলে মেঘালয়ের ১৬ লাখের বেশি লোক অর্থসহ পবিত্র কুরআন বুঝতে ও পড়তে পারবে। স্থানীয়রা সহজেই কুরআনের জ্ঞানার্জন ও বিধান বাস্তবায়নে সক্ষম হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে