সোমবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০৬:১৯:৪৭

প্রেমিকার মৃত্যুর খবর শুনে প্রেমিকের আত্মহত্যা!

প্রেমিকার মৃত্যুর খবর শুনে প্রেমিকের আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রেম পৃথিবীর মধুর সম্পর্কের মধ্যে অন্যতম একটি। রামপ্রসাদ পুরকাইত ও সুলতা সর্দার নিজেদেরকে এই সম্পর্কে জড়ান। তারা বোধহয় পণ করেছিলেন বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, না হয় একসঙ্গে মরবো। শেষ পর্যন্ত মর্মান্তিক নিদ্ধান্তকেই বেঁচে নেন তারা।

তাহলে ঘটনাটি খুলে বলা যাক- প্রেমিকা সুলতা আত্মহত্যার করার পরদিনই বাড়ি থেকে উদ্ধার হল প্রেমিক রামপ্রসাদের ঝুলন্ত মরদেহ।

ভারতের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মীরপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রামপ্রসাদ পুরকাইত।

ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ বারাসত কলেজের ইংরাজী অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল রামপ্রসাদ পুরকাইত। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সুভাস গ্রামের বাসিন্দা সেন্ট পলস কলেজের ছাত্রী সুলতা সর্দারের।

জানা যায়, রামপ্রসাদ প্রথমে সেন্ট পলস কলেজে ভর্তি হয়েছিল। সেখানেই দু’জনের সঙ্গে দুজনের আলাপ হয়। দুই পরিবারের মধ্যে বিয়ের কথাও চলছিল।

কিন্তু সম্প্রতি সুলতার পরিবারকে কেউ জানায় যে রামপ্রসাদের ব্লাড ক্যানসার রয়েছে। তারপরই সুলতার পরিবার এই বিয়েতে বেঁকে বসে। সম্পর্কের টানাপোড়েনের জেরে গত বৃহস্পতিবার বাড়িতেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুলতা। শুক্রবার সকালে এই খবর জানতে পারে রামপ্রসাদ।

রামপ্রসাদের পরিবার সূত্র জানায়, তারপর থেকেই মনমরা হয়ে পড়েছিল সে। এরপরই শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রামপ্রসাদকে।

এ ঘটনার পর তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে