শনিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:৪০:৩২

মসজিদে গুলি চালিয়ে ৬ মুসলিমের হত্যাকারিকে ৪০ বছরের সাজা দিলো কানাডার আদালত

মসজিদে গুলি চালিয়ে ৬ মুসলিমের হত্যাকারিকে ৪০ বছরের সাজা দিলো কানাডার আদালত

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার কুইবেক শহরের একটি মসজিদের গুলি চালিয়ে ৬ মুসলিমকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন আলেক্সান্ডার বিশোনেট। শুক্রবার দেশটির আদালত তাকে ৪০ বছরের যাবৎজীবন সাজা দিয়েছেন। বিবিসি

২০১৭ সালের বন্দুক হামলার জন্য ২৯ বছর বয়সী বিশোনেটকে ১৫০ বছরের সাজার দিতে অনুরোধ জানানো হয়েছিলো। যা গৃহিত হলে দেশটিতে সর্বোচ্চ সাজার রেকর্ড হতো।

বিশোনেট যেনো তার স্বাভাবিক জীবনে আর জেল থেকে ফিরে আসতে না পারে সে জন্য তাকে প্যারোল বিহীন সাজা দেয়া হয়েছে। এবং এতে যেনো প্রতিহিংসার জন্ম না নেয় এ ব্যাপারে সচেতন করেছেন সাজা ঘোষণাকারী বিচারপতি ফ্রাঙ্কোইস হৌত।

কানাডার আইন অনুসারে সাধারণত হত্যার শাস্তি হিসেবে প্রত্যেক খুনিকে ২৫ বছরের সাজা দেয়া হয় এবং প্যারোলের সুযোগ রাখা হয় না।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ জানুয়ারি সন্ধায় বিশোনেট কুইবেকে ইসলামিক কালচার সেন্টারে গুলি চালায় এবং নামাজ আদায় করতে আসা ৬ জনকে হত্যা করে। তার গুলির আঘাতে আরো ৫ জন মারাত্মকভাবে আহত হয়েছিলেন যাদের একজন এখন প্যারালাইজড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে