শনিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:৩১:২২

শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

 শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করেই আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। নতুন এই ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘দেজফুল’।

বৃহস্পতিবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার লক্ষ্যমাত্রা এক হাজার কিলোমিটার।  এটি ৭০০ কিলোমিটার লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম জোলফাঘার ক্ষেপণাস্ত্রের পরবর্তী সংস্করণ।

প্রসঙ্গত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান এর আগে বলেছিল, তাদের কাছে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে