রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:৪০:১২

পার্কে ঘনিষ্ঠ অবস্থায় যুবক-যুবতি, বাধা দিতে গেলে মহিলা পুলিশকে কামড়

পার্কে ঘনিষ্ঠ অবস্থায় যুবক-যুবতি, বাধা দিতে গেলে মহিলা পুলিশকে কামড়

আন্তর্জাতিক ডেস্ক : সন্ধ্যা হবো হবো! আলো আঁধারি পরিবেশ। পার্কের এক কোণ খুঁজে নিয়ে প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠতা। কলকাতা শহরের গঙ্গাপাড়ের মিলেনিয়াম পার্কে এ দৃশ্য পরিচিত। কখনও কখনও আবার প্রেমিক-প্রেমিকাদের ঘনিষ্ঠতা অশ্লীলতার পর্যায়ে পৌঁছে যায়। 

এই অভিযোগ দীর্ঘদিনের। তেমনই কয়েকজনের হাতে নিগৃহীত হলেন কলকাতা পুলিশের উইনার্স দলের দুই পুলিশকর্মী। অভিযোগ, এক মহিলা পুলিশকর্মীর হাতে কামড়ে দিয়েছে যুবক। ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইন্নাডু ইন্ডিয়ার।

দা উইনার্স। কলকাতা পুলিশের বিশেষ মহিলা-বাহিনী। মূলত কলকাতায় মহিলাদের উপর হওয়া অপরাধ দমনে কাজ করে এই দল। সাদা পোশাকের এই দলের কাজে গত কয়েক মাসে বহু ইভটিজ়ার ধরা পড়েছে। জনাকীর্ণ অঞ্চলগুলো তো বটেই উইনার্সের সদস্যরা এখন নজর রাখছে পার্কগুলোতেও। 

গতকাল সন্ধ্যায় সেভাবেই নজর রাখা হচ্ছিল মিলেনিয়াম পার্কে। পার্কের গেট বন্ধ হওয়ার জন্য নিরাপত্তারক্ষীরা তাড়া দিচ্ছিলেন বেড়াতে আসা লোকজনদের। তারই মাঝে দেখা যায় বিভিন্ন বয়সের নারী-পুরুষের একটি দল আলো-আঁধারির মধ্যে বসে। তাদের ভঙ্গিমায় ছিল অশ্লীলতা। 

তাদেরকে নিরাপত্তারক্ষীরা বাইরে যেতে বললে শুরু হয় কথাকাটি। তখন উইনার্স দলের দু'জন সদস্য সেখানে যান। দেখা যায় সেখানে আছে বিভিন্ন বয়সের ৪ জন মহিলা এবং দুই পুরুষ। তাদের সঙ্গে বচসা বাধে মহিলা পুলিশকর্মীদের।

অভিযোগ, সেই সময় দুই যুবক তাদের সঙ্গে অভব্য আচরণ করে। তখন তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। তাতেও আগ্রাসী ছিল ওই দলটি। তখন আরও কয়েকজন মহিলাকর্মী আসেন। এতে গোলমাল আরও বাড়ে। 

অভিযোগ, সেই সময় মহিলা পুলিশকর্মীকে কামড়ে দেয় এক যুবক। অন্য এক মহিলাকর্মীও হাতে আঘাত পান। এই পরিস্থিতিতে উত্তর বন্দর থানা থেকে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে ওই ছ'জনকে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে