রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:২১:২৯

জ্যান্ত বিড়াল হয়ে গেল বরফ! অতঃপর...

জ্যান্ত বিড়াল হয়ে গেল বরফ! অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহ জুড়ে মধ্য আমেরিকাকে প্রায় জমাট বাঁধিয়ে দিয়েছে পোলার ভার্টেক্স বা মেরু ঘূর্ণাবর্ত। এ সময়ে হিমাঙ্কের নীচে তাপমাত্রায় একটি বিড়াল জমে বরফ হয়ে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম মন্টানায় এ ঘটনা ঘটেছে। 

গত ৩১ জানুয়ারি সকালে গ্লেসিয়ার ন্যাশনাল পার্কের কাছের মন্ট শহরে তাপমাত্রা শূন্যেরও নীচে নেমে যায়। কীভাবে বরফে মানুষের চুল থেকে শুরু করে কমোড সবই জমে যাচ্ছে তার ছবি আগেই ভাইরাল হয়েছে। 

জানা গেছে, বিড়ালটির নাম ফ্লাফি। গত সপ্তাহে উত্তর-পশ্চিম মন্টানার একটি বাড়ির কাছে বরফাচ্ছাদিত হয়ে পড়ে ছিল ফ্লাফি।ফ্লাফির মনিব জানিয়েছে, এরপরে তাকে নিয়ে পশুচিকিৎসকের কাছে যাওয়া হয়। তবে ফ্লাফি এখন সুস্থ্য রয়েছে। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে